জুতো খুললেই পায়ের দুর্গন্ধে অতিষ্ট ? আর অপ্রস্তুত নয়, মোকাবিলা করুন সহজ-ঘরোয়া উপায়ে
জুতো খুলতে আতঙ্ক! আশপাশে কেউ নেই তো ? কেন ? পায়ের দুর্গন্ধ! এই ভয়ে অনেকে জুতো পরা এড়িয়েই চলেন। আসলে ঘেমে যাওয়া পায়ে খুব তাড়াতাড়ি ব্যাকটেরিয়া জন্মায়, যার ফলে পায়ে দুর্গন্ধের সৃষ্টি হয়। তবে এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া সম্ভব। কীভাবে ?
1/ 6


জুতো খুলতে আতঙ্ক! আশপাশে কেউ নেই তো ? কেন ? পায়ের দুর্গন্ধ! এই ভয়ে অনেকে জুতো পরা এড়িয়েই চলেন। আসলে ঘেমে যাওয়া পায়ে খুব তাড়াতাড়ি ব্যাকটেরিয়া জন্মায়, যার ফলে পায়ে দুর্গন্ধের সৃষ্টি হয়। তবে এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া সম্ভব। কীভাবে ?
2/ 6


পা পরিষ্কার রাখুন। বাড়ি ফিরে গরম জলে একটু নুন ফেলে ভাল করে পা ধুয়ে নিন। এতে পায়ে পায়ে ব্যাকটেরিয়া জন্মায় না, দুর্গন্ধও সৃষ্টি হয় না।
4/ 6


জুতো নিয়মিত রোদে দিন। সপ্তাহে অন্তত একবার জুতোর ভিতরে সুগন্ধি পাউডার দিয়ে, ভাল করে মুছে নিন।