জীবনে প্রেম আসার নির্দিষ্ট কোনও সময় বা বয়স নেই৷ বিয়ের আগে এমন অনেক প্রেম বা সম্পর্ক থাকে, যা আদতে ছোটগল্পের মতো৷ শেষ হয়েও যেন শেশ হয় না৷ রয়ে যায় তার রেশ৷ এমনকি বিয়ের পরও সম্পর্কে হানা দেয় অতীত৷ কিন্তু জীবনে প্রাক্তন ফিরে আসা মানেই তার সঙ্গে প্রেম উজ্জীবিত হওয়া নয় ৷ হতে পারে বন্ধুত্বের সম্পর্কও৷
জীবনসঙ্গীর কাছেও একটা সীমা রাখুন৷ সেই সীমা তাঁকে পার হতে দেবেন না৷ স্বচ্ছতা ও স্বাচ্ছন্দ্য থাকলে প্রাক্তনের কথা বলুন৷ কিন্তু তার মানে এই নয় যে তিনি যখন তখন সেই প্রসঙ্গ আপনার সামনে তুলবেন ৷ আপনি বুঝিয়ে দিন এতে আপনি অস্তস্তি বোধ করছেন৷ আপনিও সঙ্গীর প্রাক্তন সম্পর্ক নিয়ে বেশি বা বলবেন না৷ এতে আপনার হীন্মমন্যতাই প্রকাশ পাবে৷