1/ 4


এমনিতেই বর্ষায় পোকামাকড়ের উপদ্রব বেড়ে যায়! আর সেই পোকা যদি হয় মাকড়সা, তাহলে আর রক্ষা নেই! বাড়িতে মাকড়সার উপদ্রব দূর করতে মেনে চলুন কয়েকটা সহজ ঘরোয়া টিপস
2/ 4


মাকড়সা তাড়াতে ভিনিগার খুবই উপকারী, কারণ ভিনিগারে রয়েছে অ্যাসিটিক অ্যাসিড, যার গন্ধ পেলেই মাকড়সা পালায়। এর জন্য প্রথমে ১ কাপ সাদা ভিনেগার এবং ১ কাপ জল মিশিয়ে নিন। এবার মিশ্রণটি একটি স্প্রে বোতলে ভরে ঘরের আনাচে কানাচে স্প্রে করুন। যেখানে মাকড়শার উপদ্রব বেশি সেখানে বেশি করে স্প্রে করুন। ফল পাবেন হাতে-নাতে।
3/ 4


মাকড়শা তাড়ানোর আরেকটি অব্যর্থ উপকরণ হল এসেন্সিয়াল অয়েল। স্প্রে বোতলে ভরে ঘরের আনাকে-কানাচে স্প্রে করুন এসেন্সিয়াল অয়েল, নিমেশেই গায়েব হবে মাকড়শা।