কবে করবেন বিয়ে? রাশি অনুযায়ী দেখে নিন সঠিক বয়স !
Bangla Editor
1/ 12
মেষ- মেষরাশির জাতকদের সবকিছুই তাড়াহুড়ো ৷ দুম করে সিদ্ধান্ত নিয়ে ফেলেন নানা কাজে ৷ তাই বিয়ের ক্ষেত্রেও এরকম ঘটে ৷ জ্যোতিষশাস্ত্র বলছে, মেষ রাশির জাতকদের তাই বিয়ে করার সঠিক টাইম ৩০ ৷ বড়জোর ৩২ ৷
2/ 12
বৃষ- বৃষ রাশির জাতকেরা এমনিতেই খুব প্রেমিক মানুষ ৷ তাই প্রেমটাই তাঁদের কাছে বড় ৷ তবে এই জাতকেরা সঠিক পার্টনার না পেলে কিন্তু বিয়েই করবে না ৷ তাই বয়স এদের কাছে শুধুই নম্বর ৷
3/ 12
মিথুন- মিথুন রাশির জাতকদের বোঝা খুব কঠিন ৷ এরা কখনও সম্পর্কে থাকতে চান, আবার কখনও সম্পর্কে থেকে দূরে যেতে চান ৷ তাই বেশ না ভেবে এদের বিয়ে করা উচিত ৩০-এর মধ্যে ৷
4/ 12
কর্কট- কর্কট রাশির জাতকেরা সম্পর্ক ও বিয়ে নিয়ে খুবই সিরিয়াস ৷ তাই এদের বেশি দেরি না করে জলদিই বিয়ে করা উচিত ৷ সঠিক বয়স ২৮ ৷
5/ 12
সিংহ- সিংহ রাশির জাতকেরা প্রেম নিয়ে দারুণ সিরিয়াস ৷ যতক্ষণ পর্যন্ত সঙ্গীর প্রতি বিশ্বাস জন্মাবে, ততক্ষণ পর্যন্ত বিয়ে করা থেকে এরা দূরে থাকে ৷ তাই বয়স এ ব্যাপারে একেবারেই খাটে না ৷
6/ 12
কন্যা- কন্যা রাশির জাতকেরা বিয়ের ব্যাপারে খুবই চিন্তা ভাবনা করে পা ফেলেন ৷ তাই বিয়ের ব্যাপারেও যে এটা হবে তা স্বাভাবিক ৷ তবে কন্যার রাশির জাতকদের ক্ষেত্রে ৩০ এর মধ্যে বিয়ে করা উচিত ৷
7/ 12
তুলা- বিয়ে ব্যাপারটা আপনার ভালো লাগলেও, নিজে কিন্তু বিয়ে থেকে পালাতে চান৷ মূলত, তুলা রাশির মানুষেরা এরকমই ৷ তাই যত দ্রুত এরা বিয়ে করতে পারেন, করে নিন ৷ ২৮ হল সঠিক সময় ৷
8/ 12
বৃশ্চিক- বৃশ্চিক রাশির জাতকেরা সঠিক মানুষ না পেলেই বিয়ে কেন, প্রেমেই পড়েন না ৷ আর তাই তো বিয়েটা এদের ক্ষেত্রে কোনও বয়সের ওপর টিকে থাকে না ৷
9/ 12
ধনু- ধনু-র জাতকেরা সম্পর্ক নিয়ে একেবারেই সিরিয়াস নয় ৷ খুব জলদিই বিরক্ত হয়ে যান সম্পর্ক থেকে ৷ তাই এদের পক্ষে বিয়ে করাটা উচিত ৩০-এর পরে ৷
10/ 12
মকর- মকর রাশির জাতকেরা সম্পর্ক থেকে একেবারে ভয় পায় না ৷ তাই প্রেমে পড়াটা রীতিমতো অভ্যাস বানিয়ে ফেলেন মকর রাশির জাতকরা ৷ তাই এদের বিয়ে হওয়া উচিত একটু জলদিই ৷ সঠিক বয়স ২৮ ৷
11/ 12
কুম্ভ- কুম্ভ রাশির জাতকেরা স্বাধীনচেতা ৷ এই মানুষদের প্রেমে আটকে রাখাটা বেশ চাপের ৷ তবে এক বার যদি এই মানুষেরা প্রেমে পড়েন তাহল দারুণ ৷ বিয়ের সঠিক সময় ৩০ ৷
12/ 12
মীন- মীন রাশির জাতকেরা সম্পর্ককে খুবই সিরিয়াসভাবে দেখেন ৷ তাই এদের বিয়ে করা উচিত একেবারে ৩০-এর মধ্যে ৷