২০২০ সালের মধ্যেই বাজারে আসছে করোনা ভ্যাকসিন, এই তথ্যটি ভ্রান্ত। রাতদিন পরিশ্রম করছেন বিশ্বের তাবড় বিজ্ঞানী। তৃতীয় তথা শেষ দফার ট্রায়াল চলছে রাতদিন। তবে এ বছর ভ্যাকসিন বাজারে আসা অসম্ভব বলেই মনে করা হচ্ছে।
2/ 5
অনেকেই মনে করছেন, বিজ্ঞানীরা শেষ মহুর্তের কাজ সারতে হুড়োতাড়া করছেন। এই তথ্যটিও ভুল। অক্লান্ত পরিশ্রম করছেন তারা ঠিকই। কিন্তু তার মানে এই নয় যে কোনও শর্টকার্ট পদ্ধতি অবলম্বন করা হচ্ছে।
3/ 5
একটি তথ্য বাজার ঘুরছে, যে কোভিড ভ্যাকসিন রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দিচ্ছে। কিন্তু এই তথ্যের সঙ্গে বাস্তবের কোনও সম্পর্ক নেই। কোনও ভ্যাকসিনেরই ক্ষমতা নেই রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেওয়ার।
4/ 5
অনেকে এমনও বলেন, করোনা ভ্যাকসিন নেওয়া আদৌ নিরাপদ হবে না। নানা পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনা রয়েছে। প্রশ্নাতীত ভাবেই এই চিন্তা ভুল। কারণ করোনার ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া থাকলে ট্রায়ালেই প্রমাণিত হবে।
5/ 5
ভ্যাকসিন এলেই করোনা চলে যাবে? আপনি এমনটা ভাবলে ভুল ভাবছেন। প্রথমত সবার জন্য ভ্যাকসিন বাজারে আনা মুখের কথা নয়। আবার প্রতিটি ভ্যাকসিন সমান ভাবে কার্যকরী হবে এমনটাও ভাবা সমুচিত নয়।