সঙ্গমের পরে আমাদের কমবেশি সকলেরই লক্ষ্য থাকে অর্গ্যাজমের দিকে৷ তবে অর্গাজমে পৌছতে যে সময় লাগে তা সবসময় এক নয়৷ আসলে এটি বিভিন্ন পারিপার্শ্বিক বিষয়ের উপর নির্ভর করে। উত্তেজনা, ক্লান্তি, মানসিক চাপ এমনকি সঙ্গমের স্থানের উপরেও নির্ভর পারে। চিকিৎসা বিজ্ঞান মতে, মহিলারা পুরুষদের তুলনায় অনেক বেশি সময় নেয়৷ পুরুষদের ক্ষেত্রে গড়ে অনুপ্রবেশের (penetration) ৭ মিনিটের মধ্যে বীর্যপাত হয়৷