রান্না করতে গিয়ে বা অন্য যে কোনও সময়েই মাঝে মধ্যে লঙ্কার হত চোখে লেগে যায়। বা লঙ্কার গুঁড়ো চোখে পড়ে যায় মাঝে মধ্যে। আর তখন ভয়ঙ্কর জ্বালা করে। এই সময় সাধারণত চোখে জলের ঝাপটা দিই আমরা। কিন্তু কতগুলি সহজ উপায় রয়েছে যাতে সহজেই এই জ্বালা থেকে মুক্তি পাওয়া যায়। photo source collected