ডায়েটে নিয়মিত বেদানা রাখলে পুরুষদের ইরেক্টাইল ডিসফাংশনের সমস্যা চলে যায়। আবার অন্য দিকে, ডালিমের রসে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যা রক্ত চলাচল সঠিক রাখতে সাহায্য করে। ফলে বোঝাই যাচ্ছে যে, সেক্স ড্রাইভ বৃদ্ধি করতে পুরুষদের প্রতিদিন বেদানা খাওয়া উচিত। একই কাজ করে রসুন কিংবা কুমড়োর বীজও৷ এ তো গেল খাওয়ার কথা৷