Anti Depression Food|| মানসিক অবসাদে ভুগছেন! প্রতিদিনের এই ৫ খাবারেই লুকিয়ে মানসিক চাপ-অবসাদ মুক্তির চাবিকাঠি
- Published by:Shubhagata Dey
Last Updated:
5 Everyday Foods That Can Help Beat Stress: প্রতিদিনের খাবারে এমন কিছু উপাদান যোগ করতে হবে যা মানসিক চাপ হোক বা অবসাদ, ম্যাজিকের মতো দূর করে দেবে।
*মানসিক চাপ আর অবসাদ হচ্ছে এমন এক ধরনের অনুভূতি যা শরীর ও মনের উপর গভীর প্রভাব ফেলে। দুঃখের বিষয় হল সেই প্রভাব সব সময়েই নেতিবাচক হয়। একজন মানসিক চাপে থাকা ব্যক্তি সব সময়েই মনের দিক থেকে ক্লান্ত বোধ করেন, অবসন্ন বোধ করেন, একা বোধ করেন।তিনি ভাবেন তিনি সবার উপরে বোঝা হয়ে দাঁড়িয়েছেন। এই সমস্যার ঠিক সময়ে সমাধান না করতে পারলে সেটা অনেক সময় স্থূলতা, হার্ট অ্যাটাক এবং মধুমেহ রোগের কারণ হয়ে দাঁড়ায়। প্রতীকী ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*অপরিশোধিত দানাশস্য: সেরোটোনিন হল একটি বুস্টিং-মুড হরমোন যা মানসিক চাপ হ্রাস করে এবং মেজাজ স্থিতিশীল রাখতে সাহায্য করে। তাই সব সময় স্বাস্থ্যকর, অপরিশোধিত কার্বোহাইড্রেটগুলি বেছে নিতে হবে যাতে পুষ্টিকর উপাদান এবং পর্যাপ্ত ফাইবার আছে। অপরিশোধিত শস্যগুলি রক্তকে শর্করা মুক্তও করে। প্রতীকী ছবি। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
