1/ 5


ভাত করে মাড় ফেলে দেন অনেকেই। কিন্তু এই মারেরই যে কতরকম ব্যবহার রয়েছে তা বলে শেষ করা মুশকিল। বিশেষত রূপচর্চায় ভাতের মাড় অনন্য। ব্যবহার জানলে নিশ্চিত আপনি অবহেলায় ফেলে দেবেন না এই বস্তু।
2/ 5


ত্বকের স্বাস্থ্য রক্ষার্থে মাড়ের ব্যবহার অপরিহার্য। ত্বকের জলীয় ভাব বজায় রাখতে সক্ষম ভাতের মাড়। অর্থাৎ একে মশ্চারাইজার হিসেবে ব্যবহার করা যায়।
4/ 5


স্কিন স্পেশালিস্টরা বলেন ত্বকের বলিরেখা দূর করতেও ভাতের মাড়ের বিকল্প নেই। নিয়মিত ব্য়বহারে চোখের ডার্কসার্কেলও চলে যায়।