ভারতে বিবাহিত মহিলাদের জন্য সিঁদুর অত্যন্ত জরুরি সামগ্রীর মধ্যে অন্যতম ৷ বাজার থেকেই সাধারণ সিঁদুর কিনে যে যার মত প্রসাধনীর ক্ষেত্রে ব্যবহার করেন ৷ প্রতীকী ছবি ৷
2/ 8
তবে এই সিঁদুর কেনার সময়ে বিশেষ কিছু বিষয় মাথায় রাখতে হয় ৷ বেশ কিছু সময়েই দেখতে পাওয়া যায় সিঁদুরে রাসায়নিক যা অত্যন্ত ক্ষতিকারক ৷ প্রতীকী ছবি ৷
3/ 8
বাজারে সিঁদুর পাওয়া যায় গুঁড়ো আকারেই বিক্রি হয় ৷ আসল সিঁদুর একদমই প্রাকৃতিক ভাবে প্রস্তুত হয় এতে কোনও ক্ষতি হয়না ৷ এতে স্ক্যাল্পের কোনও ক্ষতি হয়না ৷ প্রতীকী ছবি ৷
4/ 8
স্ক্যাল্পে সমস্যা দেখা দিলে চুলে গোড়া আলগা হয়ে চুল পড়ার মত সমস্যা দেখতে পাওয়া যায় ৷ চর্মরোগও হতে পারে ৷ আসল ও নকল সিঁদুর শুধুই চোখে দেখে পার্থক্য বুঝতে পারা যায়না ৷ প্রতীকী ছবি ৷
5/ 8
আসল সিঁদুর চেনার সব থেকে সহজ সরল পদ্ধতি হল কিছুটা সিঁদুর হাতে নিয়ে একটু ঘষার পরে ফু দিয়ে ওড়াতে হবে ৷ প্রতীকী ছবি ৷
6/ 8
ফু দেওয়ার পরেও যদি সিঁদুর না ওড়ে সেক্ষেত্রে হাতে আটকে বসে থাকতে হবে দেখতে হবে সেই সিঁদুর নকল ৷ নকল সিঁদুরে চক, সীসা, রাসায়নিক রং মিশিয়ে করা হয় ৷ প্রতীকী ছবি ৷
7/ 8
প্রাকৃতিক পদ্ধতিতে কমিলা (Kampillaka) গাছ থেকেই সিঁদুর প্রস্তুত হয় ৷ এই ফল থেকে বীজ বের করে শুকোতে হয় ৷ এরফলে এই পাউডার দিয়ে সিঁদুর প্রস্তুত করা হয় ৷ প্রতীকী ছবি ৷
8/ 8
Disclaimer: উপরিল্লিখ সমস্ত তথ্য শুধুই তথ্য মাত্র বিস্তারিত জানতে বা ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞর মরামর্শ নিয়ে তবেই তা প্রয়োগ করুন ৷