এত ছোট্ট বয়সে মায়ের কোলে বসেও এমন নাচা যায় তা ভাবা সম্ভব নয় কখনই ভিডিওটি না দেখলে ৷ তবে মাত্র কয়েক মাসের শিশু যেমন হাত পা ছুঁড়তে পারা সম্ভব তার থেকে অনেকটাই বেশি মনে হয়েছে তার মায়ের শিল্প বিন্যাসে ৷ এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ সেই ভিডিওর কিছু ছবি রইল পাঠকের উদ্দেশ্যে ৷ ছবি সৌজন্যে ফেসবুক ৷