নতুন বছরের সঙ্গে বিভিন্ন ট্রেন্ডেই ভিন্নতা এসেছে, যেমনটা হয়েছে ট্যাটুর (Tattoo Care) ক্ষেত্রেও। ফ্যাশন ট্রেন্ডের মতো, ট্যাটুর ট্রেন্ডও প্রত্যেক বছর পরিবর্তন হয়। নিজের পছন্দ মাফিক নকশা বেছে নিলেও ট্যাটু করার আগে এবং পরে বেশ কিছু বিষয় মনে রাখতে হয়। ত্বকের সূচ ফুটিয়ে অঙ্কন করা কোনও সহজ কাজ তো নয়। উলকি শুধুমাত্র একটি সূচক হিসেবে নয়, অনেক সময় এর মাধ্যমে ব্যক্তিত্বের প্রকাশও পাওয়া যায়। কেউ কোনও ছবির ট্যাটু করান, তো কেউ প্রিয়জনের নাম শরীরে খোদাই করে রাখেন। কিন্তু ট্যাটু করার আগে ও পরে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই খেয়াল রাখা দরকার।