গরমে শরীরে ঘাম হবে এটাই স্বাভাবিক। বাইরে বেরোলে ঘেমে নেয়ে একসা হওয়ারই সময় এটা। কিন্তু ঘামের সঙ্গে দুর্ঘন্ধ বেরোনো কিন্তু মোটেই কাম্য নয়। দুর্গন্ধ এড়াতে বডি ডিওডোরেন্ট বা নানা রকমের, সাবান, সুগন্ধীর ব্যবহার করেন অনেকেই। কিন্তু তাতেও কাজ দেয় না। তাই খুব কটু গন্ধ বেরোতে থাকে। তাই স্থায়ী ভাবে এই সমস্যা থেকে মুক্তি পেতে পাঁচটি উপায় জেনে নিন।