বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় ঢুকে পড়েছেন সারা আলি খান। অভিনয়-নাচে মুগ্ধ করার পর এবার ফ্যাশনেও তাক লাগাচ্ছেন নায়িকা। গ্রীষ্মের ৫ সাজে বাজিমাত করেছেন সারা। (Sara Ali Khan Fashion)
2/ 6
বিদেশি পোশাকে নয়, বরং গরমকালে সাবেকি ভারতীয় পোশাকেই হোক ফ্যাশন উদযাপন। সারা নর্মদা নদী বেড়াতে গিয়েছিলেন এমনই সেজে। ল্যাভেন্ডার রঙের সালোয়ার কামিজ ও নো মেক-আপে দেখা গিয়েছে সারাকে।
3/ 6
জিমে ঢোকার সময় এমনই সাদা সালোয়ার কামিজে সেজে এসেছিলেন সারা। গরমের উপযুক্ত পোশাক হতে পারে এটি।
4/ 6
সুতির চেক সালোয়ার ও ফুল প্রিন্টের কামিজ পরেছেন সারা।