

দাঁতে কালচে বা হলুদ ছোপ থাকলে যতই সাজ গোজ করুন না কেন ভালো লাগবে না। সে পুরুষ বা মহিলা সবার ক্ষেত্রেই বিষয়টা এক। নিয়মিত সিগারেট, বিড়ি বা পানমশলা জাতীয় কিছু খাওয়ার অভ্যাস থাকলে মাড়ির সমস্যা, দাঁতে এই ধরণের দাগ দেখা দেয়। তাই আগে চেষ্টা করুন এগুলো ছাড়ার। এর পর করুন ঘরোয়া চর্চা। পেয়ে যান পছন্দের ঝকঝকে দাঁত ও হাসি। photo source collected


দাঁতের দাগ ছোপ দূর করতে লেবু খুব কাজে আসে। লেবু খাওয়ার পর সেই খোসা ফেলে না দিয়ে ভালো করে দাঁতে ঘষে নিন। কয়েকদিন করলেই সমস্যা থেকে মুক্তি পাবেন। আপনিও পেতে পারেন পছন্দের তারকাদের মতো ঝকঝকে দাঁত। photo source collected


খাবার সোডা দিয়ে সপ্তাহে তিনদিন দাঁত ঘষুন। দাঁত ঝকঝক করবে। এমনকি মুখের গন্ধ দূর হবে, মাড়িও ভালো থাকবে।photo source collected


স্কেলিং করলে দাঁতের হলুদ ভাব চলে যায় ঠিকই, কিন্তু একের বেশিবার স্কেলিং করা ঠিক নয়। তাই ঘরোয়া টোটকা ব্যবহার করুন। এছাড়া একটি পান পাতা নিয়ে তাতে সরষের তেল লাগিয়ে নিন। এরপর মোমবাতির আগুনে পান পাতা গরম করে, দাঁতে ভালো করে ঘষুন। এবার ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিন। এভাবে কয়েক বার করলেই দাগ চলে যাবে। photo source collected