একটু বয়স হলেই মেয়েদের সবচেয়ে বেশি যে সমস্যা দেখা দেয় তা রিঙ্কেল (How to remove wrinkles)। চামড়ায় ভাঁজ পড়ে যায়। চামড়া ঝুলে যায় (Skin Care Tips)। হাজার মেক-আপ করেও এই সমস্যার সমাধান হয় না। রিঙ্কেল থেকে মুক্তির জন্য বাজারে প্রচুর ক্রিম পাওয়া যায়। কিন্তু তার এফেক্টও স্থায়ী নয়। তবে কয়েকটা জিনিস মেনে চললেই রিঙ্কেলের হাত থেকে মুক্তি মিলবে। প্রতীকী ছবি।
চিত হয়ে ঘুমোতে হবে:
অনেকেরই পাশ ফিরে ঘুমোনোর অভ্যাস। এভাবে দিনের পর দিন চলতে থাকলে গাল এবং চিবুকে ‘স্লিপ লাইন’ তৈরি হয়। এক বার এমনটা হলে বহু কসরত করেও তা থেকে মুক্তি মিলবে না। বরং সেই জায়গার চামড়ায় (Skin Care Tips)দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি হবে। তাই চিত হয়ে ঘুমনোর অভ্যাস করতে হবে (How to remove wrinkles)। প্রতীকী ছবি।
স্কুইন্টিং নয়:
যে কোনও মুখের অভিব্যক্তি যখন অভ্যাসে পরিণত হয়, তখন সেটা মুখের ত্বকে প্রভাব ফেলে। অনেকে বারবার চোখ কুঁচকোয়, এর ফলে মুখের চামড়ায় ভাঁজ পড়ে (Skin Care Tips)। যা পড়ে বলিরেখায় পরিণত হয়। তাই বিশেষজ্ঞরা বলেন, প্রয়োজনে চশমা পরতে (How to remove wrinkles)হবে কিন্তু চোখ মুখের অভিব্যক্তি নৈব নৈব চ। প্রতীকী ছবি।
বেশি মুখ ধোওয়া খারাপ:
অতিরিক্ত মুখ ধুলে ত্বকের স্বাভাবিক প্রাকৃতিক তেলের আস্তরণ নষ্ট হয়ে গিয়ে ত্বক শুষ্ক হয়ে যায়। ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে (How to remove wrinkles) গেলে প্রতিবর্ত ক্রিয়ায় অতিরিক্ত সেবাম উৎপাদন করতে থাকে, ফলে ব্রণ বেরনোর আশঙ্কা দেখা দেয়। তা ছাড়া বারবার মুখ ধুলে ত্বকে অ্যালার্জিও বেরতে পারে। এ থেকে বলিরেখা হওয়ার সম্ভাবনা বাড়ে। প্রতীকী ছবি।