Beauty Care At Home: দরকার কী এই গরমে পার্লারে যাওয়ার, বাড়িতেই তৈরি করে নিন ফেসিয়াল ব্লিচ!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Beauty Care At Home: ফেসিয়ালের জন্য বাড়িতে প্যাক তৈরি করা যতটা সহজ, ব্লিচ তৈরি করা কি ততটাই সহজ হবে?
advertisement
advertisement
advertisement
advertisement
যে যে উপাদান লাগবে: চার টেবিল চামচ দুধ, এক টেবিল চামচ মধু, দুই টেবিল চামচ লেবুর রস। প্রশ্ন করা যেতে পারে যে বাড়িতে প্রাকৃতিক উপায়ে ব্লিচ তৈরি করার সময় এই উপাদানগুলি কেন বেছে নেওয়া হল? প্রথমেই আসা যাক দুধের কথায়। দুধের মধ্যে আছে ল্যাকটিক অ্যাসিড। যা ত্বক পরিষ্কার করে এবং মুখ থেকে মৃত কোষ সরিয়ে দেয়। তাই ব্লিচ করার জন্য দুধ বেছে নেওয়া হয়েছে একটি জরুরি উপাদান হিসাবে।
advertisement
দুধের মতো মধুরও একই গুণ আছে। অর্থাৎ মধুও ত্বক পরিষ্কার করে এবং মৃত কোষ সরিয়ে ত্বক উজ্জ্বল করে। এর বাইরেও মধুর আরেকটি গুণ হল এক্সফোলিয়েটর হিসাবে কাজ করে। এর পর আসে লেবু। ডার্ক স্পট, পিগমেনটেশন, ট্যানিং সব দূর করতে পারে লেবুর রস। এছাড়াও লেবুর রস ত্বকে ছত্রাক সংক্রমণ রোধ করতে পারে। যাঁদের ত্বক তৈলাক্ত তাঁদের ত্বকে খুব ভালো কাজে দেয় লেবুর রস। কারণ লেবুর রসে অ্যাসট্রিনজেন্ট উপাদান আছে অর্থাৎ এটি অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে।
