সানব্লক কী: সানব্লক সূর্যরশ্মি প্রতিফলিত করে, ফলে রশ্মি ত্বক পর্যন্ত যেতে পারে না৷ এতে থাকে- পেডিমেট, সিনামেট, স্যালিসাইলেটস, অক্সিবেঞ্জন, জিঙ্ক অক্সাইড, টাইটেনিয়াম অক্সাইড ও প্যারাঅ্যামিনো বেঞ্জয়িক অ্যাসিড৷ তাই সানব্লক অনেকটা ঘন ভারি পেস্টের মতো। এটি ধুয়ে ফেলা অনেক বেশি চ্যালেঞ্জিং এবং সানস্ক্রিনের তুলনায় সহজ।
কোনটা ভালো: যথাযথ ভাবে ব্যবহার করলে সানস্ক্রিন এবং সানব্লক দুটোই সুর্য রশ্মি থেকে চমৎকার সুরক্ষা দেবে। আসল কথা হল কোন পরিবেশে ব্যবহার করা হচ্ছে। তবে ত্বক কোনটাকে মানিয়ে নিতে পারছে সেটাও পরীক্ষা করে দেখা প্রয়োজন। তবে ত্বক বিশেষজ্ঞরা, সারা বছর হালকা টেক্সচারযুক্ত, প্রাকৃতিক, ময়েশ্চারাইজিং সানস্ক্রিন ব্যবহারের পরামর্শ দেন।