যাঁরা শাওয়ারের নীচে প্রতিদিন স্নান করন তাঁদের জন্য অত্যন্ত সতর্কতা ৷ এখন থেকে সাবধান হতে হবে, শাওয়ারের নীচে দাঁড়িয়ে স্না করলে অত্যন্ত ফ্রেশ লাগতেই পারে ৷ প্রতীকী ছবি ৷
2/ 11
কিন্তু চামড়ার ব্যাপক ক্ষতি হয়ে যায় যা ভাবতেই পারবেন না কোনও ভাবেই ৷ স্কিনকেয়ার এক্সপার্ট বা ত্বক বিশেষজ্ঞর (Skincare expert) মতে প্রতিদিন শাওয়ারের নীতে স্নান করাটা চামড়ার পক্ষ ভাল নয় ৷ প্রতীকী ছবি ৷
3/ 11
কেননা এমন বহু মানুষ আছেন যাঁরা চামড়ার যত্নের জন্য ত্বকের নানান ধরনের রক্ষণাবেক্ষণ করে থাকেন ৷ বিগত কয়েক বছর থেকেই দেখতে পাওয়া যায় বহু মানুষ ত্বকের যত্নের জন্য নানান ধরনের পথ অবলম্বন করে থাকেন ৷ প্রতীকী ছবি ৷
4/ 11
বহু মানুষ এমন আছেন যাঁরা চামড়ার নানান ধরনের যত্ন নেওয়ার জন্য নানান ধরনের পন্থা অবলম্বন করে থাকেন ৷ নানান ধরনের লোশন বা ওষুধপত্র ব্যবহার করে থাকেন ৷ প্রতীকী ছবি ৷
5/ 11
কিন্তু প্রতিদিন য়দি শাওয়ারে স্নান করার অভ্যাস থাকে সেক্ষেত্রে কোনও পরিচর্যাই কাজে আসবেনা ৷ প্রতীকী ছবি ৷
6/ 11
দ্য মিররের একটি রিপোর্টে জানতে পারা গিয়েছে ৷ যদি মনে করে থাকেন শাওয়ার দিয়ে মুখ ধোওয়ার সময়ে মুখের চামড়ার কোনও ক্ষতি হবেনা সেটা অত্যন্ত ভুল ৷ প্রতীকী ছবি ৷
7/ 11
দ্য মিররের একটি রিপোর্টে জানতে পারা গিয়েছে ৷ যদি মনে করে থাকেন শাওয়ার দিয়ে মুখ ধোওয়ার সময়ে মুখের চামড়ার কোনও ক্ষতি হবেনা সেটা অত্যন্ত ভুল ৷ প্রতীকী ছবি ৷
8/ 11
প্রতিদিন শাওয়ার দিয়ে মুখ ধুলে মুখের তৈলাক্ত ভাব এক্কেবারে চলে যায় ৷ রিপোর্টে জানতে পারা গিয়েছে বহন মানুষ এমন আছেন যাঁরা শীতে গরম জলে স্থান করেন ৷ সেই সময়েই গরম জল যখনই চামড়ার সংস্পর্শে আসে ঠিক তখনই ত্বকের ক্ষতি হয় ৷ প্রতীকী ছবি ৷
9/ 11
ত্বক বিশেষজ্ঞ আমাদিন ইন্সার্ডে (Skincare expert Amadine) সতর্ক করেছেন গরম জল দিয়ে ত্বক ধুলে ত্বকের মধ্যে থাকা তৈল জাতীয় পদার্থ নির্গত হয়ে যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
10/ 11
তাই খেয়াল রাখতে হবে একদমই ঈষৎ উষ্ণ জল ছাড়া একদমই স্নান করা উচিৎ নয় ৷ প্রতীকী ছবি ৷
11/ 11
Disclaimer:এইগুলি শুধুই তথ্য, এটি কোনও চিকিৎসা বা ওষুধের বিকল্প নয়, তাই কোনও পদক্ষেপ নিতে গেলে চিকিৎসক বা বিশেষজ্ঞরা সঙ্গে পরামর্শ করুন ৷ প্রতীকী ছবি ৷