ভ্যালেন্টাইনস উইক শুরু হয়ে গিয়েছে। আর ক'দিন পরই প্রেমের দিবস ভ্যালেন্টাইনস ডে (Valentine’s Day)। এই দিনটি সঙ্গীর সঙ্গে একান্তে কোনও রেস্তোরাঁয়, ক্যান্ডেল লাইট ডিনারে বা কোনও বিশেষ জায়গায় কাটানোর পরিকল্পনা অনেকেরই থাকে। সঙ্গীর সঙ্গে বিশেষ দিনে সময় কাটানোর জন্য থাকে প্রস্তুতিও। কী পোশাক পরা হবে, সঙ্গে কী অ্যাকসেসরিজ নেওয়া হবে বা কী জুতো পরা হবে থেকে মানানসই জুয়েলারি সবই থাকে প্রস্তুতির তালিকায়। যাঁরা মেকআপ নিয়ে খুঁতখুঁতে তাঁরা মেক আপ কেমন হবে অর্থাৎ লুক কেমন হবে সেই নিয়েও বেশ কিছু পরিকল্পনা করে থাকেন।
অনেকেই নিজের মতো মেক আপ করতে অভ্যস্ত। নিজেকে যেই লুকে মানায় সাধারণত সেই লুকই ট্রাই করা হয়। কিন্তু এবার প্রেম দিবসে যদি একটু অন্যরকম সাজতে হয় তা হলে ফলো করা যেতে পারে দক্ষিণী অভিনেত্রী সমান্থা রুথ প্রভুকে (Samantha Ruth Prabhu)। তাঁর ন্যুড মেক আপ, ন্যাচারাল লুক ইতিমধ্যেই নজর কেড়েছে বহু মানুষের (Samantha's make Up Tips)।
সমান্থা রুথ প্রভু দক্ষিণী সিনেমায় জনপ্রিয় বেশ কয়েক বছর আগে থেকেই। কিন্তু বর্তমানে পুষ্পা দ্য রাইজ (Pushpa : The Rise) ছবিটি মুক্তি পাওয়ার পর তাঁর জনপ্রিয়তা যেন আরও বেড়ে গিয়েছে। ও আন্তাভা (Oo Antava) গানের তালে অভিনেত্রীর নাচ আজ সকলের ঘরে ঘরে। কেউ রিল বানাচ্ছেন এই গানে তো কেউ অভিনত্রীর (Samantha's make Up Tips)। হুক স্টেপ ফলো করে স্টেজ মাতাচ্ছেন।