২০১১ সালে ডক্টর পল ব্রেন্টের প্রকাশিত এই গবেষণাপত্রে দাবি করা হয়েছে, বিশেষজ্ঞরা দেখেছন, রুটি যখন সরাসরি আগুনে সেঁকা হয়, তখন acrylamide নামে একটি ক্যামিক্যাল নির্গত হয়৷ এ ছাড়া আটা, যা রুটির প্রধান সামগ্রী, তাতে থাকে চিনি ও প্রোটিন৷ এটি থেকেও একটি ক্যামিক্যাল নির্গত হয়, যা পেটে যাওয়া সর্বনাশের অন্যতম কারণ৷