

মাথা ব্যথা ? মাইগ্রেনের সমস্যায় জেরবার ? জানেন কি, মাথা ব্যথা দূর করার সেরা ওষুধ যৌন মিলন ! এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ গবেষকদের! যাঁদের মাইগ্রেন রয়েছে তাঁরাই একমাত্র জানেন কতটা ভয়ঙ্কর মাইগ্রেন! অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার সেরকম কোনও চিকিৎসাও নেই! ব্যথার হাত থেকে মুক্তি পেতে গাদা গাদা পেনকিলারই ভরসা!


কিন্তু এবার মাথা ব্যথা দূর করার নয়া রাস্তা আবিষ্কার করলেন গবেষকরা। জার্মানির মুন্টার বিশ্ববিদ্যালয়ের নিউরোলজি বিভাগের গবেষকরা জানালেন, ওষুধের প্রয়োজন নেই ! সেক্স-ই সারিয়ে তোলে মাথার ব্যথা এমনকী দূর করে মাইগ্রেনের সমস্যাও।


সেফালাজিয়া, দ্য জার্নাল অফ দ্য ইন্টারন্যাশনাল হেডেক সোসাইটিতে প্রকাশিত এই রিপোর্টে বিজ্ঞানীদের দাবি, যৌন মিলন সরাসরি প্রভাব ফেলে মস্তিষ্কে। এর হাত ধরেই সেরে ওঠে মাইগ্রেনের মতো অসুখ!


প্রায় ৩৫০ জন মাইগ্রেন আক্রান্তের উপর এই পরীক্ষা চালান গবেষকরা। যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার পর এঁদের প্রায় ৬০ শতাংশেরই ব্যথা অনেকটা কমে গিয়েছে। ব্যথার দিনগুলোয় নিয়মিত যৌন মিলনে প্রতি পাঁচ জনের এক জন মাইগ্রেনের ব্যথার হাত থেকে মুক্তি পেয়েছেন ।