চওড়া বক্ষ : আক্ষরিক অর্থেই পুরুষদের আকর্ষণীয় অ’ঙ্গের মধ্যে আরেকটি হল তাদের চওড়া বক্ষ। অনেক পুরুষ আছেন যারা জিমে গিয়ে অস্বাভাবিক চওড়া বুকের পেশী তৈরি করেন। কিন্তু এমন আকৃতির পুরুষের চেয়েও যাঁদের প্রকৃতিগতভাবেই চওড়া বক্ষ, তাঁদেরই পছন্দ করেন মহিলারা। এছাড়া চওড়া বক্ষের অধিকারী পুরুষের স্তনের গড়নও তাদের বেশ ভালো লাগে বলে জানিয়েছেন মহিলারা। প্রতীকী ছবি।
অনেক পুরুষই আছেন যাদের বয়সের তুলনায় হাতের স্বাস্থ্যের গড়ন ঠিকভাবে হয়নি। অর্থাৎ তাদের হাত অনেকটা অস্বাস্থ্যকর মনে হয়। মহিলারা পুরুষদের এমন বাহু একেবারেই পছন্দ করেন না। বরং তাঁরা স্বাস্থ্যকর হাত পছন্দ করেন। যা অত্যধিক পেশীবহুল নয় আবার অতিরিক্ত মেদও থাকবে না হবে না খুব বেশি রোগা, এমন বাহু বেশি পছন্দ মেয়েদের। প্রতীকী ছবি।