পুরুষতান্ত্রিক সমাজের সিংহভাব পুরুষই এখনও মনে করেন, যৌনতার সম্পূর্ণ কন্ট্রোল তাদের হাতেই, তারাই এই বিষয়ে সব বোঝেন! এই মানসিকতা একজন নারীর ক্ষেত্রে অপমানজনক। আপনরা সঙ্গিনীর ভাললাগাগুলোকে গুরুত্ব দিন। বুঝতে চেষ্টা করুন তাঁর অনুভূতি, কীসে তাঁর উত্তেজনা হয়, তিনি কী চান।