ঘনিষ্ঠ মুহূর্তে আপনার পুরুষ সঙ্গীর সঙ্গে করুন এই ৫ কাজ! সম্পর্কের 'উষ্ণতা' লাফিয়ে হবে চারগুণ!

Last Updated:
Relationship Secrets: ব্যস্ত কোনও সন্ধ্যায় হঠাৎই আপনার স্বামী আগাম বাড়ি ফিরেছেন, কিংবা এমন কোনও পরিস্থিতি, যখন আপনার কাছের মানুষটির সঙ্গে একান্তে একটা 'পরে পাওয়া চোদ্দআনা' সময় আচমকাই পেয়ে গিয়েছেন দুজনে, রয়েছেন চার দেওয়ালের মাঝে...
1/9
দাম্পত্য সম্পর্কের আসল রসায়ন বোঝা খুব সহজ নয়। অনেকক্ষেত্রেই দেখা যায় হাজার একান্ত মুহূর্ত কাটিয়েও সম্পর্কের জটিলতা কাটে না। আবার উল্টোটাও হয় বৈকি। খুব অল্প সময়েই কোনও কোনও যুগলের সম্পর্কের ম্যাজিক তাঁদের আরও আরও ঘনিষ্ঠ ও কাছের করে তোলে।
দাম্পত্য সম্পর্কের আসল রসায়ন বোঝা খুব সহজ নয়। অনেকক্ষেত্রেই দেখা যায় হাজার একান্ত মুহূর্ত কাটিয়েও সম্পর্কের জটিলতা কাটে না। আবার উল্টোটাও হয় বৈকি। খুব অল্প সময়েই কোনও কোনও যুগলের সম্পর্কের ম্যাজিক তাঁদের আরও আরও ঘনিষ্ঠ ও কাছের করে তোলে।
advertisement
2/9
তাই এই জন্য চাই সম্পর্ককে ঠিকমতো লালন করা। জল-বাতাস দেওয়া, যা অনেক ক্ষেত্রেই করতে ভুলে যান বিবাহিত ও অবিবাহিত 'দম্পতিরা'। ভালোবাসার নানান বাহ্যিক প্রকাশ ও শারীরিক আকর্ষণ ইত্যাদির পাশাপাশি খুবই জরুরি সঠিক সঙ্গীর সঙ্গে সঠিক কেমিস্ট্রি গড়ে তোলা।
তাই এই জন্য চাই সম্পর্ককে ঠিকমতো লালন করা। জল-বাতাস দেওয়া, যা অনেক ক্ষেত্রেই করতে ভুলে যান বিবাহিত ও অবিবাহিত 'দম্পতিরা'। ভালোবাসার নানান বাহ্যিক প্রকাশ ও শারীরিক আকর্ষণ ইত্যাদির পাশাপাশি খুবই জরুরি সঠিক সঙ্গীর সঙ্গে সঠিক কেমিস্ট্রি গড়ে তোলা।
advertisement
3/9
সমীক্ষা বলছে, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এমন প্রশ্ন করা হলে উত্তরটা হবে ‘না’। একান্ত সময়ে শারীরিক খেলায় মেতে ওঠা ছাড়াও আরও বেশ কিছু জিনিস হয়তো সঙ্গী আশা করেন আপনার থেকে। আর সেসব কিছু পেলে সম্পর্ক কিংবা দাম্পত্য মাধুর্য বাড়ে দ্বিগুন, চতুর্গুণ।
সমীক্ষা বলছে, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এমন প্রশ্ন করা হলে উত্তরটা হবে ‘না’। একান্ত সময়ে শারীরিক খেলায় মেতে ওঠা ছাড়াও আরও বেশ কিছু জিনিস হয়তো সঙ্গী আশা করেন আপনার থেকে। আর সেসব কিছু পেলে সম্পর্ক কিংবা দাম্পত্য মাধুর্য বাড়ে দ্বিগুন, চতুর্গুণ।
advertisement
4/9
মনোবিজ্ঞানীদের মতে, একান্ত সময়ে কাছের মানুষের সঙ্গে নিবিড় হওয়াটা স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু নিবিড়তার অর্থ শুধুই যৌনতা নয়, সঙ্গে আরও অনেক কিছু। যৌনতার ঊর্ধ্বে আপনার কিছু সাধারণ আচরণ আপনার মনের মানুষটিকে আপনার আরো কয়েকশো গুন কাছে এনে দিতে পারে। দেখুন...
মনোবিজ্ঞানীদের মতে, একান্ত সময়ে কাছের মানুষের সঙ্গে নিবিড় হওয়াটা স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু নিবিড়তার অর্থ শুধুই যৌনতা নয়, সঙ্গে আরও অনেক কিছু। যৌনতার ঊর্ধ্বে আপনার কিছু সাধারণ আচরণ আপনার মনের মানুষটিকে আপনার আরো কয়েকশো গুন কাছে এনে দিতে পারে। দেখুন...
advertisement
5/9
(১) স্নেহের স্পর্শ দিন: বর্তমান জীবনে কাজ থেকে পরিবার, নানা বিষয়েই চাপে থাকেন পুরুষ মহিলা নির্বিশেষে সকলেই। কিছু কিছু ক্ষেত্রে তা প্রকাশ করা না গেলেও কর্মক্ষেত্রের টেনশন ও অন্যান্য কারণে মানসিকভাবে অনেকটাই চাপে থাকেন পুরুষরাও। সাধারণভাবে দেখে না বোঝা গেলেও একজন পুরুষ তার স্ত্রী বা প্রেমিকার সামনে ছোট্ট শিশু হয়ে যেতে চায়। তাই একান্ত সময়ে আপনার কোলে তার মাথা টেনে নিয়ে কপালে একটু চুম্বন এঁকে পাশে থাকার আশ্বাস দিতে পারেন। আপনার এই স্নেহের স্পর্শ আপনার পুরুষ সঙ্গীর মনের আরও কাছাকাছি এনে দিতে পারে আপনাকে।
(১) স্নেহের স্পর্শ দিন: বর্তমান জীবনে কাজ থেকে পরিবার, নানা বিষয়েই চাপে থাকেন পুরুষ মহিলা নির্বিশেষে সকলেই। কিছু কিছু ক্ষেত্রে তা প্রকাশ করা না গেলেও কর্মক্ষেত্রের টেনশন ও অন্যান্য কারণে মানসিকভাবে অনেকটাই চাপে থাকেন পুরুষরাও। সাধারণভাবে দেখে না বোঝা গেলেও একজন পুরুষ তার স্ত্রী বা প্রেমিকার সামনে ছোট্ট শিশু হয়ে যেতে চায়। তাই একান্ত সময়ে আপনার কোলে তার মাথা টেনে নিয়ে কপালে একটু চুম্বন এঁকে পাশে থাকার আশ্বাস দিতে পারেন। আপনার এই স্নেহের স্পর্শ আপনার পুরুষ সঙ্গীর মনের আরও কাছাকাছি এনে দিতে পারে আপনাকে।
advertisement
6/9
(২) জড়িয়ে ধরুন: পাশ্চাত্য দেশে এই আচরণ বহুল প্রচলিত হলেও আমাদের দেশে তেমনভাবে প্রচলন নেই জড়িয়ে ধরা বা ‘হাগ’ করা। তবে রিসার্চ বলছে, প্রতিদিন একবার আপনার পুরুষ সঙ্গীকে জড়িয়ে ধরলেই সমাধান হতে পারে অনেক দাম্পত্য সমস্যারও। তাই একান্ত সময়ে একবার হলেও জড়িয়ে ধরুন বা হাগ্ করুন আপনার পুরুষ সঙ্গীকে। তাতে সম্পর্কের বন্ধন দৃঢ় হবে।
(২) জড়িয়ে ধরুন: পাশ্চাত্য দেশে এই আচরণ বহুল প্রচলিত হলেও আমাদের দেশে তেমনভাবে প্রচলন নেই জড়িয়ে ধরা বা ‘হাগ’ করা। তবে রিসার্চ বলছে, প্রতিদিন একবার আপনার পুরুষ সঙ্গীকে জড়িয়ে ধরলেই সমাধান হতে পারে অনেক দাম্পত্য সমস্যারও। তাই একান্ত সময়ে একবার হলেও জড়িয়ে ধরুন বা হাগ্ করুন আপনার পুরুষ সঙ্গীকে। তাতে সম্পর্কের বন্ধন দৃঢ় হবে।
advertisement
7/9
(৩) প্রশংসা করুন: পৃথিবীর প্রত্যেক পুরুষই তার কাছের মানুষের থেকে প্রশংসা শুনতে পছন্দ করেন। তাই একান্ত সময়ে আপনার পুরুষ সঙ্গীর পাশে বসে তার হাতে হাত রেখে তার ভাল গুণ গুলির প্রশংসা করুন। এতে সম্পর্ক হবে মজবুত। বাড়বে পারস্পরিক নির্ভরতা ও বিশ্বাস।
(৩) প্রশংসা করুন: পৃথিবীর প্রত্যেক পুরুষই তার কাছের মানুষের থেকে প্রশংসা শুনতে পছন্দ করেন। তাই একান্ত সময়ে আপনার পুরুষ সঙ্গীর পাশে বসে তার হাতে হাত রেখে তার ভাল গুণ গুলির প্রশংসা করুন। এতে সম্পর্ক হবে মজবুত। বাড়বে পারস্পরিক নির্ভরতা ও বিশ্বাস।
advertisement
8/9
(৪) সম্মান করুন: প্রেমিক হোক বা স্বামী, তিনিই আপনার সবচেয়ে কাছের মানুষ। তাই বলে তাঁর সঙ্গে যা খুশি আচরণ করবেন না। প্রত্যেক সম্পর্কের মূল ভিত্তি সম্মান। পুরুষসঙ্গীকে সম্মান করুন। স্বামী বা প্রেমিককে পেয়ে যে আপনি গর্বিত, তা বলুন। মুখে না বলে হাবেভাবেও বোঝাতে পারেন আপনার মনের কথা। আপনার কোনো ভুল হলে স্বীকার করুন। প্রয়োজনে ধন্যবাদ দিন। তাতে দেখবেন সঙ্গী ভীষণ খুশি হবেন। আর সম্পর্কও অন্য মাত্রা পাবে।
(৪) সম্মান করুন: প্রেমিক হোক বা স্বামী, তিনিই আপনার সবচেয়ে কাছের মানুষ। তাই বলে তাঁর সঙ্গে যা খুশি আচরণ করবেন না। প্রত্যেক সম্পর্কের মূল ভিত্তি সম্মান। পুরুষসঙ্গীকে সম্মান করুন। স্বামী বা প্রেমিককে পেয়ে যে আপনি গর্বিত, তা বলুন। মুখে না বলে হাবেভাবেও বোঝাতে পারেন আপনার মনের কথা। আপনার কোনো ভুল হলে স্বীকার করুন। প্রয়োজনে ধন্যবাদ দিন। তাতে দেখবেন সঙ্গী ভীষণ খুশি হবেন। আর সম্পর্কও অন্য মাত্রা পাবে।
advertisement
9/9
(৫) ঝগড়াঝাঁটি দূরে রাখুন: দাম্পত্য হোক বা প্রেমের সম্পর্ক অল্পবিস্তর ঝগড়াঝাটি হবেই। অনেকেই বলেন, ঝগড়াঝাটি হলে নাকি সম্পর্ক আরও শক্তপোক্ত হয়। তা বলে অতিরিক্ত কিছুই ভাল নয়। মনে রাখবেন, বেশি ঝগড়াঝাটি কিন্তু সম্পর্ককে আরও তিক্ত করে তোলে। তাই কোনও জটিলতার মুখোমুখি হলে ঝগড়াঝাটি নয়। পরিবর্তে শান্তভাবে বসে আলোচনা করুন।
(৫) ঝগড়াঝাঁটি দূরে রাখুন: দাম্পত্য হোক বা প্রেমের সম্পর্ক অল্পবিস্তর ঝগড়াঝাটি হবেই। অনেকেই বলেন, ঝগড়াঝাটি হলে নাকি সম্পর্ক আরও শক্তপোক্ত হয়। তা বলে অতিরিক্ত কিছুই ভাল নয়। মনে রাখবেন, বেশি ঝগড়াঝাটি কিন্তু সম্পর্ককে আরও তিক্ত করে তোলে। তাই কোনও জটিলতার মুখোমুখি হলে ঝগড়াঝাটি নয়। পরিবর্তে শান্তভাবে বসে আলোচনা করুন।
advertisement
advertisement
advertisement