ছোটখাটো মান অভিমানকে দূরে সরিয়ে বন্ধুর পাশে আপনি সব সময়ে বিরাজমান। কিন্তু আপনার চার পাশে, যাঁদের আপনি বন্ধু বলেই মনে করেন তাঁরাও যে এমনই মনে করেন তা না-ও হতে পারে। এই অভিজ্ঞতা মোটামুটি সবারই থাকে। তবে প্রথমেই তো আর বোঝা যায় না কোন বন্ধুর মনে কী আছে। যত বয়স বাড়ে কমতে থাকে তাই বন্ধুর সংখ্যা। কিন্তু কয়েকটি বিষয় দেখলেই বোঝা যায় যে যাঁকে আপনি বন্ধু বলে মনে করেন, সে আসলে আপনার বন্ধু হওয়ার যোগ্য কি না।