ভারতীয় সমাজে সেক্স বা যৌনতা এখনও ট্যাবু৷ আলোচনা করা হয় গোপনীয়তার মোড়কেই৷ কিন্তু যতই নিষিদ্ধ হোক, দাম্পত্যে সেক্সের গুরুত্ব অনস্বীকার্য৷ সম্পর্কের বাঁধন ধরে রাখার জন্য শরীরী সম্পর্কের গুরুত্বকে অবহেলা করা যায় না৷ কিন্তু অনেক ক্ষেত্রেই দাম্পত্যের কয়েক বছরেই সম্পর্ক থেকে অস্তমিত হয় শরীরী সম্পর্ক (physical relationship)৷ কেন বিদায় নেয় যৌনতা? রয়েছে বিভিন্ন কারণ (married life sans sex)৷
খাতায় কলমে ‘বডি পজিটিভিটি’-র যুগ হলেও এখনও অধিকাংশ মানুষই বডি শেমিংয়ের শিকার৷ নিজের শরীর নিয়ে অনিশ্চয়বোধ থেকে মন গ্রাস করে লজ্জা ও ভয়৷ তার প্রভাব পড়ে যৌন সম্পর্কেও৷ অনেক সময়েই হয়, একজন সঙ্গীর তুলনায় আর এক জন বেশি বুড়িয়ে পড়েছে৷ অথবা একজন হয়তো শারীরিক দিক থেকে বেশি সক্ষম৷ এই পরিস্থিতির ফলে যৌন সম্পর্ক ব্যাহত হয়৷