এই ফলটি লটকা নামেই বেশি পরিচিত। তবে দেশের বেশ কিছু প্রান্তে এটিকে লঙ্গশট, লটকন, লঙ্গজোন বা লঙ্গকঙ্ক নামেও পরিচিত। হালকা হলুদ রঙের এই ফলের গায়ে ছোট ছোট কাঁটা রয়েছে। টক-মিষ্টি স্বাদের এই ফলটি অনেকটা লিচুর মতো দেখতে ও খেতে খুবই সুস্বাদু। উত্তরবঙ্গে বেশ জনপ্রিয় এই লটকা।