হালিম শব্দটা শুনলেই জিভে জল ৷ মধ্যপ্রাচ্য থেকে আসা খাবারটি এখন ঢুকে পড়েছে বাঙালির রসনায় ৷ রমজান মাসে গোটা কলকাতা জুড়ে হালিমের গন্ধে ভরপুর ৷ স্টু জাতীয় এই খাবারটির জন্ম মুসলিম বাদশাহদের রান্নাঘর থেকে হলেও, হালিম দেশ-কাল-পাত্র পেড়িয়ে এখন ভোজন রসিকদের প্রিয় খাবারের তালিকায় জায়গা করে নিয়েছে ৷