নিউ দিল্লি: গরমের এই মরসুমে বাঙালি পর্যটকদের অন্যতম গন্তব্যস্থল হয়ে ওঠে পুরী। কিন্তু বছরভর পুরীর টিকিটের চাহিদা থাকে অনেকটাই।
2/ 10
পুরীর টিকিটের এই চাহিদা প্রত্যেক বছরই দেখা যায়। পুরীর এই জনপ্রিয়তার কথা মাথায় রেখে চলতি বছরের শুরুতে একটি ট্যুর প্যাকেজ এনেছিল IRCTC। জেনে নিন সেই প্যাকেজটি সম্পর্কে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
3/ 10
পূণ্যক্ষেত্র যাত্রা নামে এই প্যাকেজে দর্শনার্থীরা শুরু পুরী নয়, সেই সঙ্গে কোনারক, এমনকী বেনারস, অযোধ্যাও ঘুরতে পারবেন। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
4/ 10
মোট ৮ রাত্রি এবং ৯ দিনের হবে এই ট্যুর প্যাকেজ। আগামী ১৮ তারিখই যাত্রী যাত্রীদের নিয়ে শুরু হবে এই ট্যুর। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
5/ 10
এই ট্যুর প্যাকেজে যাত্রীরা পুরী, কোনারক, বেনারস, গয়া, অযোধ্যা, সেকেন্দ্রাবাদে ভ্রমণ করতে পারবেন। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
6/ 10
ট্যুর প্যাকেজে ইকোনমি ক্লাসে মাথাপিছু খরচ ১৫,৩০০ টাকা। এই ক্লাসেই যদি ডাবল কিংবা ট্রিপল শেয়ার হয় তাহলে মাথাপিছু খরচ ১৩,৯৫৫ টাকা। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
7/ 10
স্ট্যার্ডাড ক্লাসে মাথাপিছু খরচ ২৪,০৮৫ টাকা। এই ক্লাসেই যদি ডাবল কিংবা ট্রিপল শেয়ার হয় তাহলে মাথাপিছু খরচ ২২,৫১০ টাকা। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
8/ 10
কমফর্ট ক্লাসে মাথাপিছু খরচ ৩১,৫১০ টাকা। এই ক্লাসেই যদি ডাবল কিংবা ট্রিপল শেয়ার হয় তাহলে মাথাপিছু খরচ ২৯,৬১৫ টাকা। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
9/ 10
ভ্রমণের গুরুত্বপূর্ণ স্থান- পুরীর জগন্নাথ মন্দির, কোনারকের সূর্য মন্দির, বেনারসের কাশী বিশ্বনাথ মন্দির, অযোধ্যা, প্রয়াগরাজ-সহ ইত্যাদি। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
10/ 10
এই ভ্রমণ সংক্রান্ত আরও বেশি তথ্যে IRCTC-র ওয়েবসাইটে দেওয়া রয়েছে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
Puri tour: কম খরচে পুরী যাওয়ার সুযোগ! সঙ্গে বেনারস, অযোধ্যাও, দুর্দান্ত প্যাকেজ IRCTC-র
পুরীর টিকিটের এই চাহিদা প্রত্যেক বছরই দেখা যায়। পুরীর এই জনপ্রিয়তার কথা মাথায় রেখে চলতি বছরের শুরুতে একটি ট্যুর প্যাকেজ এনেছিল IRCTC। জেনে নিন সেই প্যাকেজটি সম্পর্কে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)