আলু ছাড়া বাঙালি পরিবারের রান্না ভাবাই যায় না। অন্য যে কোনও সবজির তুলনায় আলুর ব্যবহার অনেক বেশি।
2/ 12
নিত্য প্রয়োজনীয় এবং অত্যাবশ্যকীয় এই সবজির দাম এখন আকাশছোঁয়া এবং নিয়ন্ত্রণের বাইরে।
3/ 12
গত এক বছর ধরে লাগাতার আলুর দাম গড়ে ছিল ২৮ থেকে ৩০ টাকা।
4/ 12
শীতের সময় আলুর দাম কিছুটা কমলেও ইদানীং ফের তা বাড়তে শুরু করেছে।
5/ 12
পাইকারি বাজারে যেখানে জ্যোতি আলুর দাম কেজিপ্রতি ১৩ টাকা, সেখানে খুচরো বাজারে ২০ টাকা করে বিকোচ্ছে ১ কেজি আলু।
6/ 12
কলকাতার কোনও কোনও বাজারে দিনবিশেষে ২৪-২৫ টাকাতেও পৌঁছচ্ছে আলুর দাম।
7/ 12
ক্রেতা ও বিক্রেতাদের অভিযোগ, পাইকারি ও খুচরো বাজারে আলুর দামে এত পার্থক্যের কারণ মধ্যসত্ত্বভোগী বা ফড়ে।
8/ 12
শুধু কলকাতাই নয়। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের নানা শহরেও বাড়ছে আলুর দাম।
9/ 12
ব্যবসায়ীদের ধারণা, হিমঘরে যে আলু মজুত রয়েছে, তার থেকে খুব বেশি এখনও পর্যন্ত বার হয়নি।
10/ 12
হিমঘরের আলু পর্যাপ্ত পরিমাণে বাজারে এলে সমস্যার সমাধান হবে বলে আশা ব্যবসায়ীদের একাংশের।
11/ 12
তবে ব্যবসায়ীদের একাংশের মত, হিমঘরের আলু বাজারে এলেও অন্য রাজ্যে রফতানির চাপ থাকবে। কারণ ভিন রাজ্যেও আলুর চাহিদা বাড়ছে।
12/ 12
আলু-সহ অন্যান্য সবজির ক্রমবর্ধমান দামে নাভিশ্বাস সাধারণ মানুষের। তার মাঝে আলুর মতো অত্যাবশ্যকীয় সবজির দাম আরও বৃদ্ধির আশঙ্কায় তাঁদের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর।
আলু-সহ অন্যান্য সবজির ক্রমবর্ধমান দামে নাভিশ্বাস সাধারণ মানুষের। তার মাঝে আলুর মতো অত্যাবশ্যকীয় সবজির দাম আরও বৃদ্ধির আশঙ্কায় তাঁদের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর।