আজকের ডিজিটাল যুগে বাবা-মায়ের ভীষণ চাপ৷ নিজেদের সন্তান যে বয়সেরই হোক তাঁরা সকলেই এখন মোবাইল নিয়েই বুঁদ হয়ে থাকে৷ সোজা কথায় স্ক্রিন টাইম অসম্ভব বেশি এখনকার খুদেদের৷ স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ ব্যবহারের অনেক সুবিধাও আছে৷ বিশেষত কোভিড ১৯ পিরিয়ডে এই যন্ত্রের ওপর নির্ভর করেই শিক্ষাব্যবস্থা চালু রাখা গিয়েছিল৷ Photo- Representative