#বেজিং: চিনের বিজ্ঞানীরা বিভিন্ন সময়েই নানা ধরণের রিসার্চ করে থাকেন৷ তার বেশ কিছু অদ্ভুত রিসার্চও (Weird Experiment) থাকে৷ সম্প্রতি উহান ল্যাবরেটিরর এক বিজ্ঞানী জানিয়েছিলেন তাঁরা এক আজব রিসার্চ করেছেন৷ তাঁদের দেশে এমন রিসার্চ হয় যেগুলি অন্যদেশে নিষিদ্ধ৷ তারা জানিয়েছেন তারা এমন কাজ করে ফেলেছেন যাতে পুরুষরা প্রেগন্যান্ট হতে পারবে৷ এই নিয়ে বহু বছর ধরে রিসার্চ হচ্ছিল যার ফলে এখন সামনে এসেছে৷ Photo Courtesy- Representative
চিনে ইতিমধ্যে পুরুষ ইঁদুরের শরীরে এই পরীক্ষা করা হয়েছে৷ এতে পুরুষের শরীরের অস্ত্রোপচার করে মহিলার শরীর থেকে বার করা জরায়ু ফিট করা হয়েছে৷ এরপর পুরুষকে প্রেগন্যান্ট করে সিজারিয়ান পদ্ধতিতে সন্তানের জন্ম দেওয়া হয়৷ ইনফোবার্সের প্রকাশিত রিপোর্ট অনুযায়ি ট্রান্সজেন্ডার যাঁরা সন্তান চান তাঁরা সন্তান প্রসব করতে পারবেন৷ Photo Courtesy- Representative
এই পরীক্ষা সাংহাইয়ের (Shanghai) ন্যাভাল মেডিক্যাল ইউনিভার্সিটি (Naval Medical University) দ্বারা করা হয়েছে৷ এই রিসার্চে মহিলা ইঁদুরের শরীরে -র সন্তান ধারণের অঙ্গ প্রথমে বাইরে বার করা হয়েছে৷ এরপর সেটা পুরুষ ইঁদুরের শরীরে সেই ইউটেরাস ট্রান্সপ্লান্ট করে দেওয়া হয়৷ তারপর সি সেকশনের মাধ্যমে সন্তানের জন্ম হয়েছে৷ এই রিসার্চ চারটি স্টেপে পুরো করা হয়৷ এটাকে Rat Model বলা হয়৷ এখন এর সাফল্যের হার ৩.৬৮ শতাংশ৷ যে পুরুষ ইঁদুর সন্তান ধারণ করেছে সে ১০ টি ইঁদুর জন্ম দিয়েছে৷ Photo Courtesy- Representative