প্রতিটি মানুষের ভবিষ্যৎ ও ব্যক্তিত্বের (Name Astrology) প্রতিফলন হয় তাঁর নামে। জ্যোতিষ মতে, এমন কিছু ইংরেজি অক্ষর আছে, যা অত্যন্ত আকর্ষক ব্যক্তিত্বের পরিচয় দিয়ে থাকে। এই অক্ষর দিয়ে যে মেয়ের নাম শুরু হয়, তাদের ব্যক্তিত্ব অত্যন্ত আকর্ষক। কথাবার্তায় পটু এই মেয়েরা। এমনকি মুহূর্তের মধ্যে যে কারও মন জয় করে নিতে পারেন তারা। প্রতীকী ছবি।
‘পি’ ( P)অক্ষর: ‘পি’ দিয়ে যে মেয়েদের নাম শুরু হয়, তাঁরা অত্যন্ত মিশুকে স্বভাবের হন। যে কাউকেই নিজের জন্য পাগল করে তুলতে পারেন অল্প সময়েই। নম্র স্বভাবের এই জাতিকারা সব সময় অন্যের সাহায্যের জন্য এগিয়ে থাকেন। আবেগপ্রবণ হওয়ায় অনেকেই তাদের এই স্বভাবের লাভ তুলে থাকেন। যে কোনও ব্যক্তির ওপর শিগগির বিশ্বাস করে নেন এই মেয়েরা। ফলে অনেক সময় ভবিষ্যতে তাদের কাছ থেকে প্রতারণার শিকার হন তারা। প্রতীকী ছবি।