যাঁরা চুলে সরষের তেল (Mustard Oil for Hair) মাখেন তাঁদের জন্য অত্যন্ত বড় খবর ৷ বেশ কিছু মানুষ এমন আছেন যাঁরা না বুঝে শুনেই চুলে তেল মাকেন সহজ পদ্ধতি মোটেই তাঁদের জানা নেই ৷ প্রতীকী ছবি ৷
2/ 8
তেল মাথায় কেমন ভাবে মাখতে হবে, তেল মাখার পরে শ্যাম্পু করা যাবে কি না? ভুল ভাবে চুলে তেল মাখলে ভালর বদলে মন্দ হতে পারে কি না? এবার জেনে নেওয়া যাক সঠিক পদ্ধতি কী ৷ প্রতীকী ছবি ৷
3/ 8
সরষের তেলে আয়রন, ম্যাগনেশিয়াম, জিঙ্ক বা দস্তা, সেলেনিয়াম ও ক্যালসিয়াম আছে ৷ ভিটামিন এ, ডি, ই, কে (Vitamin A, D, A, E, K) পরিপূর্ণ ৷ প্রতীকী ছবি ৷
4/ 8
একই সঙ্গে সরষের তেলে (Mustard Oil) অ্যান্টি অক্সিডেন্ট (Anti Oxydent) থাকে ৷ এই তেল চুলে মাখলেই চুলের সম্পূর্ণ রূপে বিকাশ হয় ৷ প্রতীকী ছবি ৷
5/ 8
সর্বপ্রথম এই বিষয়টি মাথায় রাখতে হবে পরীক্ষা না করে সরষের একদমই ব্যবহার করা যাবেনা ৷ কেননা আজকের দিনে সরষের তেলে (Mustard Oil) বেশ ভেজাল থাকে ৷ তাই শরীরের অঙ্গে এই তেল মেখে পরীক্ষা করে নেওয়াটা অত্যন্ত জরুরি ৷ প্রতীকী ছবি ৷
6/ 8
এছাড়াও রেলে পরিপূর্ণ করে দিতে হবে চুলের গোড়ায় (Hair Root), যাতে গোড়া থেকেই চুল পুষ্টি পায় আরও মজবুত হয় ৷ অনেকেই আছে সারারাত সরষের তেল মাথায় মেখে রেখে দেন এমন মোটেই করা উচিৎ নয় ৷ প্রতীকী ছবি ৷
7/ 8
একই সঙ্গে সরষের তেল গরম করে সেটিকে টান্ডা করে তারপরেই মাখা উচিৎ চুলে ৷ তবে সরষের তেলের অন্য উপাদানগুলি এলাদা আলাদা হয়ে যায় ৷ প্রতীকী ছবি ৷
8/ 8
Disclaimer: এইগুলি শুধুই তথ্য, এটি কোনও চিকিৎসা বা ওষুধের বিকল্প নয়, তাই কোনও পদক্ষেপ নিতে গেলে চিকিৎসক বা বিশেষজ্ঞরা সঙ্গে পরামর্শ করুন ৷ প্রতীকী ছবি ৷