প্রথম বারই এটি রেকর্ড হয়েছে মৃত্যু পথযাত্রীর মস্তিষ্কের পরিস্থিতি ঠিক কেমন হয় ৷ ব্রেনে ঠিক কেমন কার্যকলাপ হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
2/ 11
বিজ্ঞানীরা বিভিন্ন সময়ে গবেষণা করে দেখেছেন মৃতপ্রায় ব্যক্তির মস্তিষ্ক সব সময়েই ভাল ভাবনাচিন্তা করে থাকে ৷ প্রতীকী ছবি ৷
3/ 11
বিজ্ঞানীরা মানুষের ব্রেন স্ক্যান করে দেখেছেন সেষ মুহূর্তে ব্রেন ঠিক কী বলে থাকে ৷ দ্য সানের এক রিপোর্টের ভিত্তিতে বলতে পারা যায় যে হাসপাতালে এক রোগীর চিকিৎসা চলছে তাঁর সঙ্গে ইইজি সংযুক্ত অছে ৷ প্রতীকী ছবি ৷
4/ 11
৮৭ বছর বয়সী এক রোগীর মৃগির চিকিৎসা চলছে ৷ ঠিক সেই সময়েই তিনি হৃদরোগে আক্রান্ত হন ৷ সই সময়েই বুঝতে পারা গিয়েছে ওই ব্যক্তি জীবনের শেষ মুহূর্তে ভাল চিন্তাই করছিলেন ৷ প্রতীকী ছবি ৷
5/ 11
শেষ ১৫ মিনিট ইইজি করা হয়েছে ৷ যেখানে বলা হয়েছে ওই ব্যক্তির রোগীর মৃত্যুর ৩০ সেকেন্ডে হৃদস্পন্দন অত্যন্ত দ্রুত হয়েছিল এবং অত্যন্ত যন্ত্রণা হচ্ছিল সেখানে ৷ প্রতীকী ছবি ৷
6/ 11
এটি Gamma Oscillations-এর মাধ্যমে জানতে পারা যায় ৷ এর মাধ্যমে বলা যেতে পারে এই পুরো ঘটনাটি এখনও স্বচ্ছতা দরকার ৷ তবে এটি প্রমাণিত মৃত্যুর আগে মানুষ অত্যন্ত ভাল কিছুই চিন্তা ভাবনা করে থাকেন ৷ প্রতীকী ছবি ৷
7/ 11
নিরীক্ষণে জানতে পারা গিয়েছে এই মৃত ব্যক্তির ব্রেন অত্যন্ত ভাল অবস্থায় ছিল ৷ শেষ সময়ে মস্তিষ্ক ঠিক এমন জায়গায় পৌঁছে যায় যাতে বুঝতে পারা য়ায় যে ব্রেনটি সেই সময়ে অত্যন্ত ভাল একটি স্বপ্নে আচ্ছন্ন ছিল ৷ প্রতীকী ছবি ৷
8/ 11
নশ্বর দেহ পঞ্চভূতে বিলীন হয়ে যায় ঠিকই ৷ কিন্তু শেষ পর্যায়ে পৌঁছনোর সময়েও মস্তিষ্ক কাজ করে ৷ গবেষণায় বারেবারে উঠে এসেছে নানান চাঞ্চল্যকর তথ্য ৷ প্রতীকী ছবি ৷
9/ 11
(Louisville Zemmar) জানিয়েছেন Gamma Oscillations-এর সময়ে মস্তিষ্ক ভাল চিন্তা ভাবনা করে ৷ শেষ মুহূর্তে বেশ কিছু বিশেষ মুহূর্ত মনের মধ্যে ঘুরপাক খায় ৷ প্রতীকী ছবি ৷
10/ 11
তিনি জানিয়েছেন এই ভাবে মস্তিষ্কে এই ধরনের প্রতিযোগিতা বেড়ে যায় যাতে যে কখন জীবন শেষ হবে ৷ সেই সময়ে অঙ্গ প্রত্যঙ্গ দান করতে সমস্যা হয় ৷ প্রতীকী ছবি ৷
11/ 11
প্রথম বারই এটি রেকর্ড হয়েছে মৃত্যু পথযাত্রীর মস্তিষ্কের পরিস্থিতি ঠিক কেমন হয় ৷ ব্রেনে ঠিক কেমন কার্যকলাপ হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷