মাইগ্রেন যাঁদের হয়, তাঁরাই জানেন কতটা কষ্টকর! ব্যথা সাধারণত মাথার একদিকে হয় এবং সময়বিশেষে দিক পরিবর্তন করে! তবে অনেক সময়েই মাথার দু-দিকেও ব্যথা হয়! অসয্য যন্ত্রণার সঙ্গে থাকে বমি-বমি ভাবও। অনেকের চোখেও অস্বস্তি হয়। চিকিৎসকেরা বলেন, মাইগ্রেন জিনগঠিত রোগ। পরিবারের কারও থাকলে, হওয়ার সম্ভাবনা বেশি।