উজ্জ্বল লাল-- পিরিয়ডের রক্তের রং উজ্জ্বল লাল হলে তা স্বাভাবিক। শরীর সুস্থ আছে। সাধারণত পিরিয়ডের শুরুতে উজ্জ্বল লাল রক্ত দেখা যায়। এই সমসয় রক্তের ফ্লো বেশি হয়। উজ্জ্বল লাল রক্ত মানে তা সবে ইউটেরাস থেকে নির্গত হয়েছে। পেটে যন্ত্রণা হওয়াকালীনও রক্তের রং উজ্জ্বল লাল হয়। কারণ, ইউটেরাস সঙ্কুচিত হলে রক্তের ফ্লো বেশি হয়।