হোম » ছবি » লাইফস্টাইল » লাল, কমলা,গোলাপি না কালো? পিরিয়ডের রক্তের রং-ই বলে দেবে আপনার শরীর কেমন আছে

Menstural Health: লাল, কমলা,গোলাপি না কালো? পিরিয়ডের রক্তের রং-ই বলে দেবে আপনার শরীর কেমন আছে

  • 15

    Menstural Health: লাল, কমলা,গোলাপি না কালো? পিরিয়ডের রক্তের রং-ই বলে দেবে আপনার শরীর কেমন আছে

    পিরিয়ডের সময় মহিলারা সাধারণত বিরক্তিতে থাকেন। মুড সুইং-ও হয়। কিন্তু বিরক্তি কাটিয়ে নিজের পিরিয়ডের রক্ত খেয়ার করে দেখবেন। এটা অত্যন্ত জরুরি বলেই মত গবেষক ও চিকিৎসকদের। দেখা গিয়েছে, একজন মহিলার স্বাস্থ্য কেমন আছে, তা বলে দেয় পিরিয়ডের রক্তের রং-ই।

    MORE
    GALLERIES

  • 25

    Menstural Health: লাল, কমলা,গোলাপি না কালো? পিরিয়ডের রক্তের রং-ই বলে দেবে আপনার শরীর কেমন আছে

    উজ্জ্বল লাল-- পিরিয়ডের রক্তের রং উজ্জ্বল লাল হলে তা স্বাভাবিক। শরীর সুস্থ আছে। সাধারণত পিরিয়ডের শুরুতে উজ্জ্বল লাল রক্ত দেখা যায়। এই সমসয় রক্তের ফ্লো বেশি হয়। উজ্জ্বল লাল রক্ত মানে তা সবে ইউটেরাস থেকে নির্গত হয়েছে। পেটে যন্ত্রণা হওয়াকালীনও রক্তের রং উজ্জ্বল লাল হয়। কারণ, ইউটেরাস সঙ্কুচিত হলে রক্তের ফ্লো বেশি হয়।

    MORE
    GALLERIES

  • 35

    Menstural Health: লাল, কমলা,গোলাপি না কালো? পিরিয়ডের রক্তের রং-ই বলে দেবে আপনার শরীর কেমন আছে

    গাঢ় লাল, খয়েরি কিংবা কালো রক্ত-- গাঢ় লাল কিংবা খয়েরি রক্ত মানে আপনি হয়তো প্রেগন্যান্ট। কালো রক্ত কিন্তু চিন্তার বিষয়। এর অর্থ, আপনার ভ্যাজাইনাল ব্লকেজ আছে।

    MORE
    GALLERIES

  • 45

    Menstural Health: লাল, কমলা,গোলাপি না কালো? পিরিয়ডের রক্তের রং-ই বলে দেবে আপনার শরীর কেমন আছে

    গোলাপি রক্ত-- পিরিয়ডের রক্ত গোলাপি মানে আপনার অনেকটা ওজন কমেছে। অথবা আপনি অপুষ্টিতে ভুগছেন কিংবা আপনার অ্যানেমিয়া হয়েছে।

    MORE
    GALLERIES

  • 55

    Menstural Health: লাল, কমলা,গোলাপি না কালো? পিরিয়ডের রক্তের রং-ই বলে দেবে আপনার শরীর কেমন আছে

    কমলা রক্ত--প্রেগন্যান্ট হওয়ার ১০-১৪ দিনের মাথায় কমলা রক্ত বের হতে পারে। কিন্তু অনেকসময় কোনও সংক্রমণের কারণেও পিরিয়ডের রক্ত কমলা, সবুজ বা ছাই রং-এর হতে পারে। সংক্রমণের মধ্যে রয়েছে ট্রিকোমোনিয়াসিস, ব্যাকটেরিয়াল ভ্যাগিনোসিস ও কিছু যৌনবাহিত রোগ।

    MORE
    GALLERIES