মরশুমের সেরা এই ফলকে আমরা প্রত্যেকে বিভিন্ন সময় খাই৷ কেউ সকালে জলখাবারের সঙ্গেই খেয়ে নেন মিষ্টি স্বাদের পাকা আম৷ কেউ কেউ আবার দুপুরে ভাতের পরে খান, অনেকে রাতেও খেয়ে থাকেন৷ শুধু তো গোটা আম নয়, গ্রীষ্মকাল জুড়ে সকলেই আমের দিয়ে তৈরি বিভিন্ন পদ খেয়ে থাকেন৷ তবে, জানেন কি এই ফল খাওয়ার ও কিছু বিধিনিষেধ আছে৷ সঠিক নিয়ম মেনে না খেলে বিপত্তি ঘটাতে পারে প্রিয় আমও৷