গত দু'বছর আমরা একের পর এক ভাইরাসের মোকাবিলা করে আসছি। আপাতত এটুকু অন্তত বুঝতে পেরেছি যে এই ধরনের ভাইরাস কোথাও উধাও হয়ে যাবে না। তাই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে আমাদেরই লড়াই করে যেতে হবে। আর ডায়েটই যে ইমিউনিটি বাড়ানোর অন্যতম হাতিয়ার তা বলাই বাহুল্য। বিগত দিনের মহামারী আমাদের শিখিয়ে দিয়েছে যে স্বাস্থ্যকর লাইফস্টাইলই দীর্ঘ জীবনের চাবিকাঠি। যার জন্য পরিচ্ছন্নতা, ব্যালেন্সড ও পুষ্টিকর খাওয়া-দাওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
আর যা মনে রাখা দরকার...
লাঞ্চ বক্সে যেন মরসুমি সবজি থাকে সেদিকে খেয়াল রাখতেই হবে। রান্নার জন্য হাতে সময় কম থাকলে সহজে বানিয়ে নেওয়া যায় এমন কিছু নিয়ে যাওয়াই ভালো। যেমন ডাল, ভাত এবং সবজির পরিবর্তে খিচুড়ি নিয়ে যাওয়া যায়। তবে অবশিষ্ট খাবার যাতে ফিরিয়ে না আনতে হয়, তাই অত্যধিক পরিমাণে লাঞ্চ বক্সে নেওয়ার প্রয়োজন নেই।