থার্টি ফার্স্ট নাইট ৷ যারা বছরের কোনওদিন পার্টি করেন না ৷ তারাও এদিন হয়তো ইন্টার্নেট বা কাগজ খুলে দেখছেন কোথায় কী হচ্ছে ৷ আগে কলকাতার কিছু নির্দিষ্ট জায়গায় বর্ষবরণের উৎসব হত ৷ পার্ক স্ট্রিটের পাব-ডিস্কো কিংবা কোনও অভিজাত ক্লাবের সদস্যরা নিজেদের মধ্যেই পার্টিতে মাততেন ৷ এখন কিন্তু ব্যাপারটা তা নয় ৷ ক্লাব,ডিস্কো-থেক গুলো ছাড়াও শহরের প্রায় সর্বত্র ব্যাঙ্কোয়েট হল, শপিং মল, অ্যামিউজমেন্ট পার্কগুলিও পার্টি আয়োজনে এখন একে অপরকে টেক্কা দিচ্ছে ৷ রাস্তায় পার্টির হোর্ডিং পড়তে না পড়তেই অনলাইনে সেগুলোর বুকিংও অনেকদিন আগেই সেরে ফেলেছেন পার্টি হুপার্সরা ৷ তবে যারা এখনও পাস জোগাড় করেননি ৷ তারা দেখে নিন শহরের কোথায় কী হচ্ছে ৷ Photo Source: Moonshine Cafe Bar/Facebook