না ঘুমিয়ে ফোন স্ক্রোল করাও একেবারেই অনুচিত৷ সঙ্গী সমানে ব্যস্ত ফোন স্ক্রিনে। আপনিও উসখুস করছেন প্রতিদিনের এক ছবি দেখতে দেখতে। এই অবস্থায় মনে যে প্রশ্ন অনবরত ধাক্কা মারে, আসলে কার সঙ্গে চ্যাট করছেন পার্টনার? অফিসের বন্ধু, ছেলেবেলার স্কুল-গ্রূপ না বিশেষ কেউ? এই চিন্তা প্রভাব ফেলতে পারে যৌন জীবনে৷ তাই সাবধান হয়ে যান৷সঙ্গীকে বাহুডোরে নিয়ে পর্যাপ্ত ঘুমোন৷