

ভালোবাসার মাসে যেন আরও একটু বেশি ভালোবাসা এই সারাটা সপ্তাহ জুড়ে। আগে শুধুই ভ্যালেন্টাইনস ডের কথা জানা থাকলেও এখন ভালোবাসা উদযাপন করা হয় সারা সপ্তাহ জুড়ে।


শুরু হয়ে থাকে রোজ ডে দিয়ে, তার পরে রয়েছে হাগ ডে, কিস ডে, চকলেট ডে, টেডি ডে'র মতো আরও কত কি! কিন্তু যত যাই বলুন না কেন ভালোবাসার সপ্তাহটা যদি ভালো ভ্যালেনটাইনস ডে মেনু দিয়ে উদযাপন করা যায় নাথিং লাইক ইট। এবারে 'সোল দ্য স্কাই লাউঞ্জ' নিয়ে এল ভ্যালেনটাইন স্পেশাল মেনু। যেখানে অসাধারণ কিছু স্পেশাল মেনু তো থাকছেই তার সঙ্গে রোজ ডে'-তে থাকছে গোলাপ। চকলেট ডে'তে স্পেশাল চকলেট।


স্পেশাল কাপল ফটো ফ্রেম এবং একেবারে ভ্যালেনটাইনস ডে তে প্রত্যেক কাপল এর জন্য থাকছে একটি করে ওয়াইনের বোতল।


ভালোবাসার সপ্তাহের কথা মাথাতে রেখেই ভ্যালেনটাইনস ডে স্পেশাল মেনুতে থাকছে চিকেন তন্দুরি মোমো, বার্বিকিউ চিকেন ওউইংস,ফিশ তন্দুরি,পনির লাবাবদার, মালাই ব্রকলি।