জীবনের সবথেকে বড় সত্য জন্ম ও মৃতু! জন্মালে মরতে হবেই! কিন্তু মৃতু ঠিক কেমন? মৃতুর আগে কি মানুষ বুঝতে পারে তার দিন শেষ? লিঙ্গ পুরাণ অনুসার বলছে মানুষ নিজের মৃতু বুঝতে পারে। বুঝতে পারে শেষ ঘনিয়ে এসেছে। মৃত্যুর কয়েক মাস আগে থেকেই একজন মানুষের জীবনে কয়েকটি ঘটনা ঘটতে থাকে যা ইঙ্গিত করে, মৃতু ঘনিয়ে এসেছে। কী সেই ঘটনাগুলো?