রাস্তায় কুকুর গাড়ির পিছনে ধাওয়া করেছে, ডাকতে ডাকতে তেড়ে এসেছে, ঘেউ-ঘেউ করতে করতে গাড়ির পিছু নিয়েছে! খুব ভোর বা বেশি রাতে এই ঘটনার সম্মুখিন হননি, এমন মানুষ খুব কমই আছেন! কিন্তু জানেন কি, গাড়ির পিছনে কুকুর কেন তাড়া করে? আসল কারণ শুনলে হতবাক হবেন!
2/ 4
কুকুর অনেক সময় গাড়ির টায়ারে প্রস্রাব করে। প্রস্রাব দিয়েই নিজেদের এলাকা চিহ্নিত করে নেয় কুকুরেরা।
3/ 4
কুকুরের ঘ্রাণশক্তি প্রবল! ঘ্রাণের মাধ্যমেই নিজের এলাকার সবকিছু চিনে নেয় কুকুর। যদি ওই এলাকায় এমন কোনও গাড়ি ঢোকে যার গায়ে অন্য কুকরের প্রস্রাবের গন্ধ রয়েছে, তখনই কুকুর ডাকতে শুরু করে। ভাবে অন্য কোনও কুকুর ওই এলাকায় ঢুকেছে এবং সেই গাড়ির পিছনে ধাওয়া করে।
4/ 4
পাশাপাশি, যদি কোনও কুকুরের সঙ্গী বা সন্তান কোনও গাড়িতে আহত হয়, বা গাড়ি চাপায় মারা যায়, তা হলে কুকুর সেই ধরনের বা রং-এর গাড়ি দেখলেই তেড়ে যায়
রাস্তায় কুকুর গাড়ির পিছনে ধাওয়া করেছে, ডাকতে ডাকতে তেড়ে এসেছে, ঘেউ-ঘেউ করতে করতে গাড়ির পিছু নিয়েছে! খুব ভোর বা বেশি রাতে এই ঘটনার সম্মুখিন হননি, এমন মানুষ খুব কমই আছেন! কিন্তু জানেন কি, গাড়ির পিছনে কুকুর কেন তাড়া করে? আসল কারণ শুনলে হতবাক হবেন!
কুকুরের ঘ্রাণশক্তি প্রবল! ঘ্রাণের মাধ্যমেই নিজের এলাকার সবকিছু চিনে নেয় কুকুর। যদি ওই এলাকায় এমন কোনও গাড়ি ঢোকে যার গায়ে অন্য কুকরের প্রস্রাবের গন্ধ রয়েছে, তখনই কুকুর ডাকতে শুরু করে। ভাবে অন্য কোনও কুকুর ওই এলাকায় ঢুকেছে এবং সেই গাড়ির পিছনে ধাওয়া করে।