1/ 5


রান্নার গ্যাসের সিলিন্ডার নিয়ে একটি সমস্যায় অনেকেই পড়েন... আগে থেকে বুঝতে না পারায় অনেক সময়েই রান্না করতে করতে সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে যায়। ভোগান্তির একশেষ! কিন্তু জানেন কি, একটি সহজ ঘরোয়া পদ্ধতিতেই বুঝে নিতে পারবেন, সিলিন্ডারে গ্যাস কতটা বাকি রয়েছে-- কী সেই পদ্ধতি?
2/ 5


গবেষকদের দাবি, গ্যাস কতটা আছে তা বোঝার জন্য প্রথমে ভিজে কাপড় দিয়ে সিলিন্ডার ভাল করে মুছে নিন। এমন ভাবে মুছতে হবে, যাতে সিলিন্ডারের গায়ে কোনও ধুলোর আস্তরণ থাকলে তা উঠে যায়।
3/ 5


মোছা শেষ হলে দেখা যাবে সিলিন্ডার শুকোতে শুরু করেছে। দু’-তিন মিনিট পরে খেয়াল করলে দেখা যাবে সিলিন্ডারের কিছুটা অংশ শুকিয়েছে, বাকি অংশ ভিজে রয়েছে। সেই অংশ শুকোতে একটু সময় লাগছে।