হোম » ছবি » লাইফস্টাইল » দোলে প্রাকৃতিক আবির বানাতে চান? জেনে নিন ঘরেই রং তৈরি করার কিছু টিপস

Holi 2023: দোলে প্রাকৃতিক আবির বানাতে চান? জেনে নিন ঘরেই রং তৈরি করার কিছু টিপস

  • 15

    Holi 2023: দোলে প্রাকৃতিক আবির বানাতে চান? জেনে নিন ঘরেই রং তৈরি করার কিছু টিপস

    ভেষজ লাল এবং বেগুনি রঙ: সামনেই হোলি। কেমিক্যাল দেওয়া বাজারের আবির ছাড়াও ঘরোয়া উপায়তেই বানাতে পারেন আবির। লাল ও বেগুনি রং পাওয়ার জন্য শুকানোর পরে বিটরুট কেটে নিয়ে , পিষে নিতে হবে। এবার এতে অ্যারোরুট পাউডার, সাদা আটা বা চালের গুঁড়া মিশিয়ে লাল রঙ করতে হবে। এ ছাড়া  গোলাপের পাপড়ি থেকে লাল রং করতে গোলাপের পাপড়ি শুকিয়ে পিষে নিতে হবে। এবার তাতে চন্দনের গুঁড়া ও চালের গুঁড়া মিশিয়ে লাল রঙ তৈরি করতে হবে।

    MORE
    GALLERIES

  • 25

    Holi 2023: দোলে প্রাকৃতিক আবির বানাতে চান? জেনে নিন ঘরেই রং তৈরি করার কিছু টিপস

    সবুজ রং: সবুজ রং করতে পালং শাক বা মেথি পাতা ব্যবহার করা যেতে পারে। এ জন্য পালং শাক বা মেথি সিদ্ধ করে পিষে নিতে হবে। এর থেকে ভেজা রং তৈরি হবে। অন্যদিকে শুকনো সবুজ রং করতে পালং শাক বা মেথি শুকিয়ে নিয়ে পিষে নিয়ে এই পাউডারে অ্যারোরুট বা চালের আটা মিশিয়ে নিলেই তৈরি সবুজ আবির।

    MORE
    GALLERIES

  • 35

    Holi 2023: দোলে প্রাকৃতিক আবির বানাতে চান? জেনে নিন ঘরেই রং তৈরি করার কিছু টিপস

    কমলা রং : হোলিতে কমলা রং করতে পলাশ ফুল পিষে নিতে হবে। এবার এতে অ্যারোরুট বা মসৃণ ময়দা মিশিয়ে কমলা রং তৈরি করতে হবে।

    MORE
    GALLERIES

  • 45

    Holi 2023: দোলে প্রাকৃতিক আবির বানাতে চান? জেনে নিন ঘরেই রং তৈরি করার কিছু টিপস

    হলুদ রং:  হলুদের সাহায্যে হলুদ রং তৈরি করা যেতে পারে। এ জন্য হলুদের মধ্যে বেসন বা চন্দনের গুঁড়া মিশিয়ে হলুদ রঙ করতে হবে। অন্যদিকে গাঁদা ফুল সিদ্ধ করে পিষে হলুদ ও কমলা রং তৈরি করা যেতে পারে।

    MORE
    GALLERIES

  • 55

    Holi 2023: দোলে প্রাকৃতিক আবির বানাতে চান? জেনে নিন ঘরেই রং তৈরি করার কিছু টিপস

    নীল রঙ: নীল ভেষজ রং করতে জ্যাকারান্ডা ফুল শুকিয়ে পিষে নিন। এ ছাড়া জ্যাকারান্ডা ফুল সিদ্ধ করে পেস্ট তৈরি করে ভেজা রঙ তৈরি করতে পারেন। Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    MORE
    GALLERIES