ভেষজ লাল এবং বেগুনি রঙ: সামনেই হোলি। কেমিক্যাল দেওয়া বাজারের আবির ছাড়াও ঘরোয়া উপায়তেই বানাতে পারেন আবির। লাল ও বেগুনি রং পাওয়ার জন্য শুকানোর পরে বিটরুট কেটে নিয়ে , পিষে নিতে হবে। এবার এতে অ্যারোরুট পাউডার, সাদা আটা বা চালের গুঁড়া মিশিয়ে লাল রঙ করতে হবে। এ ছাড়া গোলাপের পাপড়ি থেকে লাল রং করতে গোলাপের পাপড়ি শুকিয়ে পিষে নিতে হবে। এবার তাতে চন্দনের গুঁড়া ও চালের গুঁড়া মিশিয়ে লাল রঙ তৈরি করতে হবে।