Kitchen Hacks: রান্নার পর হাতে পেঁয়াজ-রসুনের গন্ধ থেকে যায় ? এই ঘরোয়া উপায়ে ১ মিনিটেই দূর হবে গন্ধ
Bangla Digital Desk
1/ 6
রান্নায় পেঁয়াজ-রসুন লাগেই, আর তা কাটা-বাটার পরই হাতে গন্ধ! হাজার ধুয়েই গন্ধ যায় না! রসুন ও পেঁয়াজে সালফার থাকে, যার কারণে গন্ধ সহজে দূর হয় না! তবে কয়েকটা ঘরোয়া উপায়ে আপনি সহজেই হাত থেকে পেঁয়াজ-রসুনের গন্ধ দূর করতে পারবেন--
2/ 6
হাতে ভাল করে টুথপেস্ট লাগিয়ে ঘষে নিন। গন্ধ নিমেষে চলে যাবে! তবে জেল-বেসড টুথপেস্ট নয়, ফ্লুরাইড বেস টুথপেস্ট ব্যবহার করুন।
3/ 6
হাত থেকে পেঁয়াজ-রসুনের গন্ধ দূর করতে স্টেনলেস স্টিল-এর জুরি মেলা ভার! এর জন্য স্টেনলেস স্টিলের একটি বাসনে ঠান্ডা জল নিন, তারমধ্যে হাত দিয়ে ঘষুন। রসুন ও পেঁয়াজে রয়েছে সালফার। কোনও ধাতু ও জলের সঙ্গে সালফারের প্রতিক্রিয়া ঘটালে দুর্গন্ধ দূর হয়।
4/ 6
হাতে কয়েক ফোঁটা লেবুর রস মাখিয়ে ঠান্ডা জলে হাত ঘষে ধুয়ে ফেলুন। পেঁয়াজ-রসুনের গন্ধ দূর হবে।
5/ 6
হ্যান্ড ওয়াশের সঙ্গে নুন মিশিয়ে হাতে লাগান। এটি স্ক্রাবের মতো কাজ করে এবং হাত থেকে পেঁয়াজ ও রসুনের গন্ধ দূর করে।
6/ 6
পেঁয়াজ-রসুনের গন্ধ দূর করতে অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহার করতে পারেন। হাতে কয়েক ফোঁটা ভিনেগার নিয়ে ভাল করে ঘষে জল দিয়ে হাত ধুয়ে ফেলুন, দেখবেন গন্ধ চলে গিয়েছে!
Kitchen Hacks: রান্নার পর হাতে পেঁয়াজ-রসুনের গন্ধ থেকে যায় ? এই ঘরোয়া উপায়ে ১ মিনিটেই দূর হবে গন্ধ
রান্নায় পেঁয়াজ-রসুন লাগেই, আর তা কাটা-বাটার পরই হাতে গন্ধ! হাজার ধুয়েই গন্ধ যায় না! রসুন ও পেঁয়াজে সালফার থাকে, যার কারণে গন্ধ সহজে দূর হয় না! তবে কয়েকটা ঘরোয়া উপায়ে আপনি সহজেই হাত থেকে পেঁয়াজ-রসুনের গন্ধ দূর করতে পারবেন--
Kitchen Hacks: রান্নার পর হাতে পেঁয়াজ-রসুনের গন্ধ থেকে যায় ? এই ঘরোয়া উপায়ে ১ মিনিটেই দূর হবে গন্ধ
হাত থেকে পেঁয়াজ-রসুনের গন্ধ দূর করতে স্টেনলেস স্টিল-এর জুরি মেলা ভার! এর জন্য স্টেনলেস স্টিলের একটি বাসনে ঠান্ডা জল নিন, তারমধ্যে হাত দিয়ে ঘষুন। রসুন ও পেঁয়াজে রয়েছে সালফার। কোনও ধাতু ও জলের সঙ্গে সালফারের প্রতিক্রিয়া ঘটালে দুর্গন্ধ দূর হয়।
Kitchen Hacks: রান্নার পর হাতে পেঁয়াজ-রসুনের গন্ধ থেকে যায় ? এই ঘরোয়া উপায়ে ১ মিনিটেই দূর হবে গন্ধ
পেঁয়াজ-রসুনের গন্ধ দূর করতে অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহার করতে পারেন। হাতে কয়েক ফোঁটা ভিনেগার নিয়ে ভাল করে ঘষে জল দিয়ে হাত ধুয়ে ফেলুন, দেখবেন গন্ধ চলে গিয়েছে!