•কোনও পছন্দের মানুষ বা বস্তুকে চুমু খাওয়ার রীতি রয়েছে৷ চুমু খাওয়ার ফলে শরীরে ডোপামিন হরমোন তৈরি হয়, কমে যায় মস্তিষ্কের কর্টিসলের মাত্রা। এর জন্য শরীর জুড়ে তৈরি হয় শুধুই ভাললাগার অনুভূতি৷ তাই অস্থির সময় চুমু খেলে অনেকটা শান্ত লাগে৷ উদ্বেগ কমানোর জন্য চুমুর থেকে ভাল কিছু হতে পারে না৷(প্রতীকী ছবি)